গর্ভবতী হাতি হত্যার দায়ে গ্রেপ্তার ১

ভারতের কেরালায় নৃশংসভাবে গর্ভবতী হাতির হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার গ্রেপ্তারের খবর এনডিটিভিকে নিশ্চিত করেছেন কেরালার বনমন্ত্রী।

গত সপ্তাহে কেরালার পালাক্কা জেলার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের পার্শ্ববর্তী একটি গ্রামে ঘুরে বেড়ানোর সময় হাতিটি একটি আনারস খেয়েছিল, যার ভেতরে আতসবাজি ভরে রাখা হয়েছিল।

বন বিভাগের কর্মকর্তা মোহন কৃষ্ণান ফেসবুকে দেওয়া পোস্টে জানান, আতসবাজিগুলো হাতির মুখের ভেতরে বিস্ফোরিত হয়েছে। ২৭ মে মারা যাওয়ার আগে তীব্র যন্ত্রণায় হাতিটি কয়েক দিন ধরে এদিকে ওদিকে ছুটে বেরিয়েছে। যন্ত্রণা উপশমের চেষ্টায় হাতিটি একসময় নদীতে নেমে পানির ভেতরে মুখ ও শুঁড় ডুবিয়ে দাঁড়িয়ে থাকে। পরে নদীতেই তার মৃত্যু হয়।

১৫ বছর বয়সী এই হাতিটি দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলো।