যুক্তরাষ্ট্রে চলছে বর্ণবাদ-বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড নিহতের ঘটনার প্রতিবাদে ১১ দিনের মতো বিক্ষোভ চলছে। এদিকে নিউইয়র্কের বাফেলোয় বিক্ষোভে দায়িত্বপালনকারী ‍দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের ঘটনায় ৫৭ জন পুলিশ কর্মকর্তা জরুরি দায়িত্ব থেকে অব্যহতির ঘোষণা দিয়েছেন। ৭৫ বছর বয়সী এক বিক্ষোভকারীকে মাটিতে ফেলে দেওয়ায় ওই দুই পুলিশকে বরখাস্ত করা হয়।

কথাকাটাকাটির একপর্যায়ে ৭৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেয় মার্কিন পুলিশের এক সদস্য।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওই ঘটনায় চিৎ হয়ে পড়ে যাওয়া বৃদ্ধের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি ধারণ করেন এক সাংবাদিক। সংবাদমাধ্যম সিএনএন ও গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

এদিকে চলমান বিক্ষোভের প্রতি এক ধরনের সংহতি জানিয়ে হোয়াইট হাউসমুখী রাস্তার পাশে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ অর্থাৎ ‘কালোদের জীবনও গুরুত্বপূর্ণ’ কথাটি লিখিয়েছেন রাজধানী ওয়াশিংটনের মেয়র ম্যুরেল বাউজার।

গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের হাতে মিনেসোটায় কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড খুন হওয়ার জেরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। করোনাভাইরাসের প্রকোপের মাঝেই বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভ চলছে।