এবার বিশ্বকাপ পেছানোর পক্ষে ওয়াসিম আকরাম

অনিশ্চয়তার দোলাচালে ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। করোনার প্রকোপে এবারের আসর মাঠে গড়ায় কি না, তা অনিশ্চিত। তবে কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন ম্যাককালামসহ অনেকেই বিশ্বকাপ পেছানোর পক্ষে মত দিয়েছেন।

এবার তাঁদের তালিকায় নাম লেখালেন পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম। বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসিকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় হওয়ার কথা এবারের বিশ্বকাপ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। যদি হয়ও, দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন হবে। দর্শক ছাড়া ক্রিকেটের বিষয়টি মানতে পারছেন না ওয়াসিম। তাই দর্শক ছাড়া টুর্নামেন্ট আয়োজন করা ঠিক হবে না বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে পাকিস্তানের দৈনিক দ্য নিউজকে ওয়াসিম বলেন, ‘আমার মতে এটি ঠিক পরিকল্পনা নয়। দর্শক ছাড়া কীভাবে একটি ক্রিকেট বিশ্বকাপ সম্ভব! বিশ্বকাপ মানেই দর্শকের সমারোহ, নিজের দলকে সমর্থন করতে বিশ্বের সব প্রান্ত থেকে সমর্থকরা ছুটে আসবে। এমন আবহ দর্শকশূন্য স্টেডিয়ামে পাওয়া যাবে না।’

পাকিস্তানের সাবেক পেসার আরো বলেন, ‘আমি বিশ্বাস করি,  উপযুক্ত সময়ের জন্য আইসিসির অপেক্ষা করা উচিত। যখন এই মহামারি কমে যাবে এবং নিষেধাজ্ঞাগুলো শিথিল হবে, তখন আমরা একটি যথাযথ বিশ্বকাপ পেতে পারি।’

এ ছাড়া করোনার পর ক্রিকেটের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন ওয়াসিম। সেক্ষেত্রে পেসার জন্য লালার ব্যবহার নিয়ে ভালো একটি সমাধান চান পাকিস্তানি এ তারকা।