শুক্রবার থেকে কাজে ফিরছে হলিউড

মহামারী করোনাভাইরাস বিস্তার রোধে দীর্ঘ দিন যাবত বন্ধ রয়েছে হলিউড, বলিউডসহ সকল ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ। তবে সম্প্রতি কাজে ফেরার ঘোষণা দিচ্ছে টিভি প্রোডাকশন ও সিনে ইন্ডাস্ট্রিগুলো।

হলিউডেও আগামি শুক্রবার (১২ জুন) থেকে শুরু হতে পারে টেলিভিশন ও ফিল্ম প্রোডাকশনের সকল কাজ।

শুক্রবার (৫ই জুন) ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, সিনেমার প্রোডাকশনের কাজ শুরুর পূর্বে প্রযোজকদের অবশ্যই স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদন নিতে হবে।

একই সাথে প্রোডাকশনের কাজ শুরুর আগে জুন মাসের শুরুতেই হলিউড স্টুডিও এবং শ্রমিক ইউনিয়নের একটি টাস্ক ফোর্স (অভিনেতা এবং ক্রু সদস্যসহ) সকলের করোনা ভাইরাস পজিটিভ কিনা সেটাও টেস্ট করে নেওয়া হবে।

সেই সাথে কাজে ফিরতে, প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই টাস্কফোর্সের নির্দেশিকা অনুসরণ করতে হবে এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে ছাড়পত্রও নিতে হবে, বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগ।