বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার হুমকি ব্রাজিলের প্রেসিডেন্টের জাইর বলসোনারো

নভেল করোনাভাইরাসে পর্যুদস্ত ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ব্রাজিলের বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

করোনা সংক্রমণ প্রতিরোধের আগেই লকডাউন প্রত্যাহারের ঝুঁকি নিয়ে জাতিসংঘ সংস্থা সতর্ক করেছিল ব্রাজিল সরকারকে। তারপরই এমন হুঁশিয়ারি দিলেন ব্রাজিল রাষ্ট্র প্রধান। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বোলসোনারো অভিযোগ করেন, ডব্লিউএইচও ‘একটি বিশেষ গোষ্ঠীর অনুগত’ ও ‘রাজনৈতিক’ প্রতিষ্ঠান। তিনি বলেন, এ সংস্থা ‘আদর্শগত পক্ষপাতিত্ব ছাড়া’ কাজ বন্ধ না করলে ব্রাজিল সদস্যপদ বাতিলের কথা ভাববে।