করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে ৪ নম্বরে ভারত, ব্রিটেনকে ছাড়িয়ে গেলো

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় প্রায়দিনই একদেশ আরেকদেশকে ছাড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিলের পর এবার করোনাভাইরাসের অগ্নিদৃষ্টি ভারতের দিকে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ভারতের অবস্থান চার নম্বরে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজারেরও বেশি।  সেখানে ব্রিটেনে আক্রান্ত ২ লাখ ৯১ হাজারের বেশি।

সামনে এগিয়ে আছে শুধু রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। গত ২৪ মে বেশি আক্রান্ত দশের তালিকায় অবস্থান নেয় ভারত। মাত্র ১৮ দিনের ব্যবধানে তা চলে আসে চার নাম্বার অবস্থানে। রাশিয়ায় বর্তমানে আক্রান্ত ৪ লাখ ৭৩ হাজার। ব্রাজিলে ৭ লাখ ৭২ হাজার আর যুক্তরাষ্ট্রে ২০ লাখেরও বেশি।

ভারতে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে প্রায় ৭৬ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ৪ লাখ ২৩ হাজার জন। সুস্থ হয়েছেনপ্রায় সাড়ে ৩৮ লাখ মানুষ।