মুম্বাইয়ের ৯৯ শতাংশ আইসিইউ করোনা রোগীতে পূর্ণ

ভারতে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। এরই মধ্যে দেশটির পাঁচটি শহরের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সে তালিকায় প্রথমেই রয়েছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই। করোনার কারণে মুম্বাইয়ের স্বাস্থ্য পরিষেবার ওপর ব্যাপক চাপ পড়েছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালের ৯৯ শতাংশ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভর্তি হয়ে গেছে করোনা রোগীতে। পাশাপাশি ব্যবহৃত হচ্ছে ৯৪ শতাংশ ভেন্টিলেটর।

বৃহন্মুম্বাই মহানগরের তরফ থেকে পাওয়া এক পরিসংখ্যানে জানা গেছে, বর্তমানে মুম্বাইয়ের হাসপাতালগুলোর মোট আইসিইউ বেডের মাত্র ১৪টি খালি আছে। বাকিগুলো করোনা আক্রান্ত রোগীতে ভর্তি হয়ে গেছে। এ ছাড়া, ভেন্টিলেটরের অবস্থাও একইরকম। জানা গেছে, মুম্বাই জুড়ে মোট ৫৩০টি ভেন্টিলেটর মেশিন রয়েছে, যার মধ্যে বর্তমানে ব্যবহৃত হচ্ছে ৪৯৭টি। বাকি রয়েছে মাত্র ৩৩টি।

এদিকে, মুম্বাইয়ে অক্সিজেন বেড রয়েছে পাঁচ হাজার ২৬০টি। এর মধ্যে ৭৬ শতাংশ বেড, অর্থাৎ তিন হাজার ৯৮৬টি বেড ব্যবহৃত হচ্ছে। খালি রয়েছে এক হাজার ২৭৪টি। মুম্বাইয়ের অ্যাডিশনাল কমিশনার অশ্বিনী ভিড়ে এক টুইটে এ পরিসংখ্যান তুলে ধরেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে এক হাজার ৩৮৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ৬৯ জনের।

মহারাষ্ট্র রাজ্যের শুধু মুম্বাই নগরীতেই মোট করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৫৬ হাজার ৭৪০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ১১১ জনের।

পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে ভারতে করোনা আক্রান্তের এক তৃতীয়াংশ সংক্রমণ হয়েছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও দিল্লিতে।

এদিকে ভারতজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ২২ হাজার ৬১২ জনে। এর মধ্যে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ২০৪ জন। এ ছাড়া সুস্থ হয়েছে এক লাখ ৬২ হাজার ৫৯৪ জন।

এ পরিস্থিতিতে বিশেষজ্ঞদের ধারণা, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ভারতে করোনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। শীতকালে আবারও করোনা ফিরে আসতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।