দুই কোরিয়ার সীমান্ত অঞ্চলে সেনা পাঠানোর হুমকি উত্তর কোরিয়ার

দুই কোরিয়াকে বিভক্তকারী ‘ডিমিলিটারাইজড’ বা সেনা কার্যক্রমবিহীন অঞ্চলে ঢুকতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং গত শনিবার জানিয়েছিলেন, তিনি দেশের সেনাবাহিনীকে অসামরিক অঞ্চলে প্রবেশের নির্দেশ দিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ‘সামরিক নজরদারি বাড়াতে প্রস্তুত’ রয়েছে তারা।

আন্তসীমান্ত ইস্যুতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

১৯৫০-এর দশকে কোরিয়ান যুদ্ধের পর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়া অসামরিক অঞ্চলের মাধ্যমে পরস্পর থেকে বিচ্ছিন্ন রয়েছে।

উত্তর কোরিয়ার সেনাবাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, তারা অসামরিক অঞ্চলে ঢোকার জন্য পরিকল্পনা নিয়ে ছক কষছে।

উত্তর কোরিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, সেনাবাহিনী ‘অতিসতর্ক’ অবস্থায় সরকারের যেকোনো সিদ্ধান্ত ‘দ্রুত ও সঠিকভাবে’ বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।

এর আগে গত শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ‘শিগগিরই’ সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বলার পর এমন অবস্থানের কথা জানাল উত্তর কোরিয়ার সেনাবাহিনী।

কয়েক দিন আগেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের ওপার থেকে পিয়ংইয়ংবিরোধী লিফলেট বিলি করছিল কয়েকজন সক্রিয় কর্মী। কিন্তু সিউল তাদের আটকাতে পারেনি। এর জবাবেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে উত্তর কোরিয়া।