ব্রাজিলে একদিনে করোনাভাইরাসে মৃত্যু ১২০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানী ঘটেছে ব্রাজিলে। একদিনেই সেখানে প্রাণ হারিয়েছেন ১,২০৪ জন। আর আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০ জন।

তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার দিক থেকে ব্রাজিলের পরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে মেক্সিকো। দেশটিতে একদিনেই প্রাণ হারিয়েছেন ৭৭০ জন।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ২৭,৯২৪ জন। প্রাণ হারিয়েছেন ৭৪৭ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫২৮ জন। আর এই সময়ে মৃত্যুবরণ করেছেন ৫,১২৩ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং এতে চার লাখ ৫৬ হাজার ২৬৩ জন মারা গেছেন।

আর বিশ্বব্যাপী মোট আক্রান্ত হয়েছে ৮৫ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ। ‍সুস্থ হয়েছে ৪৫ হাজার ৩০ হাজারেরও বেশি জন।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।