সৌদি আরবের রোববার খুলছে ১৫৬০ মসজিদ

প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার এক হাজার ৫৬০টি মসজিদ। রোববার ফজরের নামাজের সময় থেকে মসজিদগুলো খুলে দেওয়া হবে।

তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মুসল্লিসহ সংশ্লিষ্টদের।খুলে দেওয়ার আগে মসজিদগুলো জীবাণুমুক্ত করা হয়েছে। পরিচ্ছন্নতা কাজের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার মসজিদগুলো খুলে দেওয়া হলেও মুসল্লিদের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে করে নিয়ে যেতে হবে। নামাজ আদায়ের ক্ষেত্রেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

মুসল্লিরা কতটুকু দূরত্বে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন তা নির্ধারণে মসজিদগুলোর কার্পেটে চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় সৌদি সরকার দেশজুড়ে যে কারফিউ জারি করেছিল রবিবার থেকে সেটি তুলে নেওয়া হচ্ছে। তবে মক্কা ও জেদ্দায় কারফিউ বহাল থাকবে। গত মে মাসে অন্যান্য শহরের মসজিদগুলো খুলে দেওয়া হলেও মক্কার ক্ষেত্রে সেটি হয়নি। এবার অবশ্য দেশব্যাপী কারফিউ তুলে নেওয়ার দিন থেকেই শর্তসাপেক্ষে খুলছে মক্কার দেড় সহস্রাধিক মসজিদ।