৭০০ ছুঁতে পারলেন না লিওনেল মেসি

সেভিয়ার বিপক্ষে মাইলফলকের হাতছানি নিয়ে মাঠে নামেন লিওনেল মেসি। দলটির বিপক্ষে একটি গোল করলেই ক্যারিয়ারে ৭০০তম গোল হয়ে যেত তাঁর। কিন্তু সেভিয়ার বিপক্ষে সে মাইলফলক ছুঁতে পারলেন না রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোলহীন থেকে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গতকাল শুক্রবার বার্সেলোনা-সেভিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ২০১১ সালের পর এই প্রথম বার্সা-সেভিয়ার ম্যাচ ড্র হয়। এতে মাইলফলক ছোঁয়া থেকেও পিছিয়ে যান মেসি।

ম্যাচটিতে বেশ কয়েকবার সুযোগ আসে মেসির সামনে। পুরো ম্যাচে চারবার ফ্রি-কিক নিয়েছেন বার্সা অধিনায়ক। তার মধ্যে তিনবার অবিশ্বাস্যভাবে সেভিয়াকে বাঁচিয়েছেন গোলরক্ষক ভাসিলিচ। বাকিটি মিস করেন বার্সা অধিনায়ক।

চলতি লিগে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আগামীকাল রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলেই বার্সাকে টপকে শীর্ষে উঠে যাবে জিনেদিন জিদানের দল। এ ছাড়া সমান ৩০ ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। চারে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৯।