করোনা সংকটে গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা অব্যাহত রাখুন, ওবায়দুল কাদের

করোনার এই কঠিন সময়ে সম্মুখযোদ্ধা গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা অব্যাহত রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংকটে প্রায় সব খাতের ওপর আঘাত এসেছে। বিভিন্ন কাতে ব্যয় কমানোর প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। এ সময় আমাদের সবার দিকে তাকাতে হবে। অন্যান্য কাতের মতো মিডিয়া ও তথ্য গণমাধ্যমও চাপে পড়েছে।

‘আমি মালিকদের অনুরোধ করছি, যত দূর সম্ভব সম্মুখসারির যোদ্ধা সাংবাদিকদের বেতন-ভাতা অব্যাহত রাখুন। পাশাপাশি দেশ ও জাতির এই কঠিন সময়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণে নিয়ে বিজ্ঞাপন দাতাদের সাধ্যমতো উদারতা প্রদানের আহ্বান জানাচ্ছি।’

কলকারখানার মালিকদের শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই সময়ে এই ধরনের ছাঁটাই অমানবিক নিষ্ঠুর আচরণের মতোই মনে হবে। সামর্থ্যবান বাড়ির মালিকদের আমি ভাড়াটিয়াদের প্রতি মানবিক হওয়ার অনুরোধ জানাচ্ছি। আসুন যতটা সম্ভব মানবিক আচরণের মাধ্যমে আমরা এই ক্রান্তিকাল অতিক্রম করি। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন।’