করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন দিতে দুই বন্ধুর গাড়ি বিক্রি

করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের অনেক ক্ষেত্রেই অক্সিজেন লাগে। অক্সিজেনের অভাবে অনেকে আবার মারাও যাচ্ছেন। এই অবস্থায় এবার দুস্থদের অক্সিজেনের জোগান দিতে এগিয়ে এলেন মুম্বইয়ের দুই তরুণ।

হিন্দুস্থান টাইমস এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে প্রকাশ, শাহনাওয়াজ হুসেন ও আব্বাস রিজভি নামের দুই তরুণ নিজেদের গাড়ি বিক্রি করে দিয়ে তারা অর্থ জোগাড় করেছেন এই মহৎ কাজের জন্য। এই দুই বন্ধু তাদেরই বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই করছেন যাদের অর্থ সম্বল নেই।

আব্বাসের এক আত্মীয়া গর্ভবতী অবস্থায় করোনায় মারা গিয়েছেন, অক্সিজেনের অভাবে। তারপর থেকেই এই দুই বন্ধু শপথ নেন যে, বিনা অক্সিজেনে কেউ যেন মারা না যায় তার চেষ্টা করবেন। এই দুই বন্ধুর কীর্তি ছড়িয়ে পড়েছে গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে। তাদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসছেন অন্যরাও।