করোনা আক্রান্ত লেফটেন্যান্ট কর্নেল আজিমকে ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আজিমকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২৪ জুন) রাতে জরুরী ভিত্তিতে তাকে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।

পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।