জোকোভিচের কোচ গোরান ইভানিসেভিচও করোনায় আক্রান্ত

গত ২৩ জুন টেনিস বিশ্বকে দুঃসংবাদ দিয়েছিলেন নোভাক জোকোভিচ। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা। এবার জানা গেল, জোকোভিচের কোচ গোরান ইভানিসেভিচও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে জোকোভিচের ফিটনেস কোচ মার্কো পানিচিরও করোনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। দুজনই সার্বিয়া-ক্রোয়েশিয়ায় আয়োজিত টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।

গত ১০ দশ দিনে দুবার করোনা টেস্ট করান ইভানিসেভিচ। এরপর গতকাল শুক্রবার জানালেন তিনিও করোনা পজিটিভ। তবে ২০০১ উইম্বলডন জয়ী ইভানিসেভিচ জানালেন, কোভিড-১৯ পজিটিভ হলেও ভালো আছেন তিনি। এখনো কোনো উপসর্গ দেখা যায়নি তাঁর শরীরে। ইভানিসেভিচ আদ্রিয়া ট্যুর ইভেন্টের ক্রোয়েশিয়া পর্বের পরিচালক ছিলেন।

করোনার পরিস্থিতিতে অনেকদিন ধরে খেলোয়াড়রা টেনিসে নেই। খেলোয়াড়দের আনন্দ দিতেই মূলত টুর্নামেন্টটি আয়োজন করেন জোকোভিচ। কিন্তু হিতে বিপরীত হয়েছে।

সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় করোনার প্রভাব কমায় টুর্নামেন্টটি শুরু হয়। কিন্তু পুরো টুর্নামেন্টে তেমন কোনো নিয়ম-নীতি মানা হয়নি। জোকোভিচ-দিমিত্রভদের একসঙ্গে নাচতেও দেখা যায়। এ ছাড়া করোনাকালীন সময়ে প্রায় পাঁচ হাজার দর্শক গ্যালারিতে বসে দেখেছেন টুর্নামেন্টটি। খেলোয়াড়দের ম্যাচের মধ্যে আলিঙ্গন করতে ও হাত মেলাতে দেখা গেছে। নাইট ক্লাবে পার্টিও করেছেন তাঁরা। এরপরই খবর আসে করোনায় আক্রান্ত হয়েছেন দুজন খেলোয়াড়— গ্রিগর দিমিত্রভ ও বোরনা কোরিচ। এরপর আসে সার্বিয়ান তারকা জোকোভিচের নাম। এবার আক্রান্ত হলেন সার্বিয়ান তারকার কোচ।

জোকোভিচের স্ত্রী জেলেনা জোকোভিচেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তাঁদের দুই সন্তানের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।