ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে ১৫২ বাংলাদেশি আবুধাবি থেকে দেশে ফিরিয়ে আনা হল!

নভেল করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকে পড়া আরো ১৫২ জন বাংলাদেশি ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন।

আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে তাঁরা ঢাকা এসে পৌঁছান।

ইউএস-বাংলার জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এ বিশেষ ফ্লাইট পরিচালনা করে।’  তিনি আরো বলেন, ‘আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।’

এদিকে গতকালও আবুধাবি থেকে নভেল করোনাভাইরাসের কারণে আটকে পড়া ১৪০ জন বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে ফিরেছেন।