ভারতের দিল্লিতে ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষ

ভারতের রাজধানী দিল্লিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় আতঙ্কিত দিল্লির বাসিন্দারা বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৭।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, ভূমিকম্পটির কেন্দ্র হরিয়ানার গুরুগ্রাম থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সন্ধ্যা ৭টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার ভূগর্ভে।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড ধরে স্থায়ী থাকলেও এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় বলেছেন, কিছুক্ষণ আগে দিল্লিতে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করছি, সবাই নিরাপদে আছেন।

এ নিয়ে গত দুমাসে সাত বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। তবে সবগুলোই ছিল মৃদু অথবা মাঝারি মাত্রার।