মেজর (অব.) শওকত আলী বীর প্রতীকের দাফন সম্পন্ন

মহান মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টরের ২নং সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) শওকত আলী বীর প্রতীককে পূর্ণ রাষ্ট্রীয় এবং সামরিক মর্যাদায় চট্টগ্রাম মহানগরের গরিব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

মহান এ মুক্তিযোদ্ধার প্রথম নামাজে জানাজা সকাল ১১টায় চট্টগ্রাম সেনানিবাসে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাদে জোহর গরিব উল্লাহ শাহ মাজার চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের মুক্তিযোাদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহাম্মদসহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। সেখানে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা।

গত শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে মৃত্যুবরণ করেন মেজর (অব.) শওকত আলী বীর প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানান রোগে ভুগছিলেন। গত ১০ দিন ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। পৈতৃক বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামে হলেও জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে গরিব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে ।