জম্মু-কাশ্মীরে বাবা-ভাইসহ বিজেপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা

ভারতের জম্মু-কাশ্মীরে বাবা এবং ভাইসহ এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই বিজেপি নেতার নাম শেখ ওয়াসিম বারী (২৭)। বুধবার রাতে বান্দিপুর জেলায় দুর্বৃত্তদের গুলিতে তাঁদের মৃত্যু হয়।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ ওয়াসিম এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে হামলা চালানো হয়। তাঁরা সে সময় স্থানীয় থানার কাছেই একটি দোকানের বাইরে বসেছিলেন। তাঁরা তিনজনই সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। এরপর তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওই হামলার পর পরই নিরাপত্তবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। দুর্বৃত্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়োজিত ১০ নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনার সময় তাদের একজনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সে কারণে তাঁরাও সন্দেহের তালিকায় রয়েছেন।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই বিজেপি নেতার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।