অজানা নিউমোনিয়া করোনার চেয়েও প্রাণঘাতী : চীন

‘চীনের দাবি, কাজাখস্তানে ছড়িয়ে পড়েছে ‘অজানা এক নিউমোনিয়া’। চীনা গবেষকরা নতুন ধাঁচের এ রোগকে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯-এর চেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী উল্লেখ করার পর বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে কাজাখাস্তান কর্তৃপক্ষ দেশটিতে কোনো ধরনের ‘অজানা নিউমোনিয়া’ ছড়িয়ে পড়ার কথা উড়িয়ে দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কাজাখাস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের চীনা দূতাবাসের পক্ষ থেকে কোভিড-১৯-এর চেয়ে ভয়ঙ্কর এক নিউমোনিয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। এরপর গতকাল শুক্রবার কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় চীনা দূতাবাসের দেওয়া তথ্য ‘সত্য নয়’। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এদিকে, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার একদিনে দুই লাখ ২৮ হাজার ১০২ জন আক্রান্ত হয়েছে কোভিড-১৯ রোগে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনা আরো প্রকট হওয়ায় আট হাজার বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে রাজ্যটির প্রশাসন।  ব্রাজিলে ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়িয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় নাজেহাল বিশ্ব। ভয়ঙ্কর এ মহামারির ছয় মাস পেরিয়ে গেলেও প্রতিদিনই বিভিন্ন দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হচ্ছে। এ পরিস্থিতিতে সারা বিশ্বে একদিনের হিসাবে সর্বাধিক আক্রান্ত হয়েছে গতকাল শুক্রবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এদিন সোয়া দুই লাখের বেশি মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী এ অনুজীবের উপস্থিতি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম বলেন, ‘গত ছয় সপ্তাহে বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। টেস্টের সংকট থাকার পর যেভাবে এ ভাইরাস ছড়াচ্ছে, তাতে জনজীবন চরম হুমকির মুখে। করোনার কারণে হাম, পোলিও ও ম্যালেরিয়ার মতো রোগগুলোর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

শীর্ষ সংক্রমিত দেশের তালিকার শুরুতে থাকা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। ৩০টির বেশি অঙ্গরাজ্যে প্রকট হচ্ছে কোভিড-১৯। সংক্রমণ কমিয়ে আনতে আট হাজার বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট প্রশাসন।

অন্যদিকে, ব্রাজিলে একদিনে এক হাজার ২০০ মানুষের মৃত্যুতে প্রাণহানি ৭০ হাজার ছাড়িয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় সংক্রমণ ঊর্ধ্বমুখী। ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন। একদিনে সর্বাধিক শনাক্ত হওয়ার পর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা আট লাখের ঘর পেরিয়ে গেছে।

এদিকে, কাজাখস্তানে ছড়িয়ে পড়া অজানা এক নিউমোনিয়াকে করোনার চেয়ে ভয়ঙ্কর বলে দাবি করেছে চীন। কাজাখস্তান এ দাবিকে ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিলেও নতুন এ ব্যাধি নিয়ে সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

ডব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইকেল রায়ান বলেন, কাজাখস্তানে নতুন ধরনের নিউমোনিয়া ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গবেষণা চলছে। এমনিতেই দেশটিতে এক সপ্তাহে ১০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন হতে পারে অজানা এ নিউমোনিয়া কোভিড-১৯ও হতে পারে। হয়তো সঠিকভাবে পরীক্ষা না হওয়ায়, তা ধরা পড়েনি।,