এবার সেঞ্চুরিতে চোখ জেসন হোল্ডারের, নিয়েছেন ছয় উইকেট!

‘ম্যাচের আগে সেরা অলরাউন্ডার হয়েও প্রাপ্তিহীনতায় আক্ষেপ করেছিলেন। বলেছিলেন মাঠেই জবাব দেবেন। জেসন হোল্ডার প্রতিজ্ঞার অনেকটাই পূরণ করেছেন, বল হাতে গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। এবার ব্যাট হাতে সেরাটা দিয়ে ষোলোকলা পূর্ণ করতে চান ক্যারিবীয় অধিনায়ক।,

সাউদাম্পটনে করোনা বিরতির পর প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৪২ রানে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২০৪ রানে আটকে দিয়েছেন হোল্ডার। বাকি ৪ উইকেট নিয়েছেন আরেক পেসার শ্যানন গ্যাব্রিয়েল। শেষ ১০ টেস্টে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেলেন ইংলিশদের সুইং আর বাউন্সার দিয়ে দুলকি চালে নাচানো হোল্ডার।

দিন শেষে নিজের একটা ইচ্ছা পূরণ হওয়ার কথা জানিয়েছেন হোল্ডার, বাকি আছে আরেকটা। প্রথমটা হল, ইংল্যান্ডের মাটিতে পাঁচ উইকেট পাওয়া, সেটা পূরণ হয়েছে। এবার সেঞ্চুরিটা পেলেই দ্বিতীয় ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে।

‘একটা জিনিস আমি সবসময়ই করতে চেয়েছি, ইংল্যান্ডে সেঞ্চুরি আর পাঁচ উইকেট নেয়া। কল্পনার বাক্সের একটা প্রান্ত খোলা হয়েছে, সেঞ্চুরি হলে বাকি প্রান্তটাও খোলা হয়ে যায়।’

‘আমি সত্যি অনেক রান করতে চাই। এখনো পর্যন্ত আমার জন্য দিনটা ভালো গেছে, এবার রান পেলে বাকিটাও পূরণ হয়ে যাবে। ব্যাট হাতে দারুণ অবদান রাখতে চাই। এখানেই কঠিন লড়াই করতে হবে। মনোযোগ হারাতে চাই না।,