করোনাভাইরাস মোকাবেলায় অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। করোনার কারণে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকার তেমন পদক্ষেপ নিতে পারছে না- এমন অভিযোগে তেলআবিবের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার বিক্ষোভকারী। তারা রাজধানীর রবিন স্কয়ারে মুখে মাস্ক পরে সরকারবিরোধী স্লোগান দেন বলে জানিয়েছে বিবিসি।

করোনাভাইরাসের কারণে ইসরায়েলে বর্তমানে বেকারত্ব বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে। বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়ে শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন ইসরায়েলিরা।

আন্দোলনকারীদের বেশিরভাগই মূলত তরুণ ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের দাবি, মহামারি করোনার সময়েও সরকার তাদের জন্য ঘোষিত প্রণোদনা দিতে দেরি করছে।

আন্দোলনকারী মিশেল কাসিফ বলেন, আমার প্রতিষ্ঠানে ৪০ কর্মী আছে। কয়েক মাস ধরে তাদের বেতন দিতে পারছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সরকারের উচিত আমাদের আর্থিক প্রণোদনা দিয়ে টিকিয়ে রাখা। অথচ সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি করা হচ্ছে। আমাদের দুর্ভোগ অনেক বেড়ে গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানালেও আন্দোলন থামছে না।

ইসরায়েলে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩৫৪ জন মারা গেছে। গত শুক্রবারও একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫০০ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ২৬৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ হাজার ৬১৩ জন।