যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা করোনায় আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে নতুন রেকর্ড তৈরি করেছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যার এক চতুর্থাংশ ফ্লোরিডার।

একদিনেই সেখানে আক্রান্ত হয়েছে ১৫,২৯৯ জন। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার মাত্র ৭ শতাংশ ফ্লোরিডার। এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড করেছিলো ক্যালিফোর্নিয়া ।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৫৮ হাজার ৩০০ জনেরও বেশি। আর প্রাণ হারিয়েছে ৩৮০ জন। এসময়ে ফ্লোরিডায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।

ফ্লোরিডার এই হার এপ্রিলে নিউ ইয়র্কের দৈনিক আক্রান্তের হারের চেয়েও খারাপ।

গত মে মাসে করোনাভাইরাসের কারণে দেওয়া নিষেধাজ্ঞাগুলো ‍তুলে নেয় ফ্লোরিডা। এর পর থেকেই টুরিস্ট ও বয়স্কদের জন্য অরক্ষিত হয়ে পড়ে জায়গাটি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ১ কোটি ৩০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ৫ লাখ ৭১ হাজার জন। আর সুস্থ হয়েছে ৭৫ লাখ ৮২ হাজার জন।