সবকিছু ঠিক থাকলে দুবাইতে বসছে আইপিএল?

সবকিছু ঠিক থাকলে দুবাইতেই বসতে যাচ্ছে আসন্ন আইপিএলে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ কার্যত হচ্ছে না, তাই সেই সময়ে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই।

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজনের প্রস্তাব রেখেছিল আগেই। বিসিসিআই চাইছে, ক্রিকেটাররা কোনো সিরিজ খেলতে নামার আগে ছয় সপ্তাহের জন্য একটি ক্যাম্পে থাকুক। এতে ক্রিকেটারদের ফিটনেস পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া যাবে। আইপিএলে ক্রিকেটাররা খেলতে নামার জন্য দুবাইতে সেই ক্যাম্পের ব্যবস্থা করবে বিসিসিআই।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেন, ‘নাটকীয়ভাবে মুম্বাইয়ের পরিস্থিতি উন্নতি না হলে দুবাইয়ে আইপিএল আয়োজন হতে চলেছে। তাই খুব সম্ভবত দুবাইয়েই এই ক্যাম্প আয়োজন করা হবে। একবার আইপিএল ভেন্যু চূড়ান্ত হয়ে গেলেই বাকি বিষয়ের দ্রুত নিষ্পত্তি হবে।’

অবশ্য সমস্যা হতে পারে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সংঘাত। আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চাইছে অন্তত তিন সপ্তাহ তাদের ট্রেনিং ক্যাম্পে যোগ দিক ক্রিকেটাররা। সেক্ষেত্রে বোর্ড কি করে সেটাই এখন দেখার।