জিনেদিন জিদান যেখানেই হাত দিচ্ছেন সোনা হয়ে যাচ্ছে!

‘‘জিনেদিন জিদান অন্যসব কোচের থেকে আলাদা’ -উল্লাসের রাতে কোচকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে দর্শক বানিয়ে লা লিগা শিরোপা জয়ের পর লস ব্লাঙ্কোস দলপতির মন্তব্য, ক্ষুরধার মস্তিষ্কের জিদান যেখানেই হাত দিচ্ছেন যেন সোনা হয়ে যাচ্ছে সব।

বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালকে ২–১ গোলে হারিয়ে লা লিগা টাইটেল নিশ্চিত করেছে রিয়াল। জোড়া গোল করেছেন মৌসুমজুড়েই দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। একই রাতে ওসাসুনার কাছে ২-১ গোলে হার, আগের কয়েক ম্যাচে পয়েন্ট খুইয়ে রিয়ালের রাস্তাটা আরও সোজা করে দিয়েছে বার্সেলোনা।

রামোস অবশ্য অতসব চিন্তাভাবনায় যাচ্ছেন না। শিরোপা জয়ের পর সব কৃতিত্ব ৪৮ বছর বয়সী কিংবদন্তি জিদানকেই দিচ্ছেন রিয়ালের স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার, ‘জিদান যেখানেই হাত দিচ্ছেন, সেখানেই সোনা ফলছে। তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যিনি সবখানে পার্থক্য গড়ে দেন। তিনি এমন একজন ব্যক্তি, যিনি তার খেলোয়াড়দের উপর বিশ্বাস রাখেন।’

‘আমরা আশা করবো তিনি অনেকদিন আমাদের সঙ্গে থাকবেন। তিনি অন্যসবার থেকে ব্যতিক্রম।’

রামোস যাকে এত প্রশংসায় ভাসাচ্ছেন সেই জিদান কী ভাবছেন? ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি নিজে জানিয়েছেন ভীষণ খুশি হওয়ার কথা। রিয়ালে প্রথম আড়াই মৌসুমে তিন চ্যাম্পিয়ন্স লিগসহ ৯ শিরোপা জেতালেও মাত্র একটি লা লিগা টাইটেল জেতাতে পেরেছেন। দ্বিতীয় মেয়াদের প্রথম পূর্ণ মৌসুমে আরেকবার স্প্যানিশ চ্যাম্পিয়ন হওয়াকে তাই ইউরোপ সেরা হওয়ার চেয়েও সেরা মানছেন।

‘ভাষায় বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছে। চ্যাম্পিয়ন্স লিগ হল চ্যাম্পিয়ন্স লিগ। তবে লিগ শিরোপা আমাকে বেশি খুশি করেছে, কারণ লা লিগা হল অসাধারণ।’’