বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে

‘মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৪১ লাখ ৯৫ হাজার

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬৫ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ৩৭ লক্ষাধিক আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৪২ হাজারের অধিক প্রাণ হারিয়েছেন।

দেশটিতে আক্রান্ত ও মৃতের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

এরপরই আছে ব্রাজিল। ৭৭ হাজারের অধিক মৃত্যু নিয়ে ল্যাটিন আমেরিকার দেশটির অবস্থান দ্বিতীয়। ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৪৮ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার এবং মারা গেছে ৫ হাজার ৫৫৫ জন৷,