এবছর ব্যালন ডি’অর পুরস্কার না দেয়ার সিদ্ধান্ত

‘করোনাভাইরাস মহামারীর কারণে এবছর ব্যালন ডি’অর পুরস্কার না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। বর্ষসেরা ফুটবলারের সম্মানিত পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। ৬৪ বছরের ইতিহাসে এবারই প্রথম দেয়া স্থগিত রাখা হচ্ছে।,

২০১৯ সালে জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার দখলে ছয়টি ব্যালন ডি’অর ট্রফি, যা ইতিহাসের সর্বোচ্চ। রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়া পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন।

গত মার্চে সবধরনের ফুটবল স্থগিতের পর গত জুনে আবারও মাঠে গড়িয়েছে ইউরোপের বড় লিগগুলো। তবে আগেভাগেই মৌসুম বাতিল করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ।

আগস্টে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ম্যাচও হবে। কাতার বিশ্বকাপের বাছাই ও আন্তর্জাতিক ফুটবল মাঠে গড়ানোর সূচি রাখা হয়েছে সেপ্টেম্বরে।,