করোনায় সচিব নরেন দাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব তরফদার মাহমুদুর রহমান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেজিসলেটিভ সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন।

জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেয়ায় সচিব নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।

তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় আইনমন্ত্রী গভীর সমবেদনা জানিয়েছেন।

শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

নরেন দাস ২০১৯ সালের ৩ নভেম্বর থেকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদবিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।