অগস্টে হতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

‘‘করোনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোয় মূল ফায়দাটা যেন ভারতেরই হয়েছে। ওই সূচিটা তারা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে আইপিএল দিয়েই। তবে এর আগেই ফাঁকা সময়ে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলতে চাইছে টি-টোয়েন্টি সিরিজ!
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শুরু হতে পারে আইপিএল। আর প্রোটিয়াদের বিপক্ষে বাতিল হওয়া সিরিজটি ভারত খেলতে চায় আগস্টেই!

‘গত মার্চে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল কোহলিদের। কিন্তু করোনা মহামারিতে সিরিজটি পরিপূর্ণভাবে মাঠে গড়ানো যায়নি। বাতিল করতে হয়েছিল। সে কারণে বিসিসিআই বলছে, আইপিএলের আগেই একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চিন্তা-ভাবনা তারা করছে। মুম্বাই মিরর বলছে, মূলত নীতি নির্ধারকরাই বোর্ডের ওপর সে জন্য চাপ প্রয়োগ করছে। সিরিজটি এফটিপির অংশ না হওয়ায় সেটি হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি।,

আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল অবশ্য বলছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বোর্ডের সভায়, ‘আমরা সব কিছুই সভায় আলোচনায় করে সিদ্ধান্ত নেবো। করোনায় বেশ কিছু সিরিজই বাতিল করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গেও তাদের খেলার কথা ছিল।,,