অর্ধশতাধিক কোরবানির পশু নিয়ে যমুনায় ট্রলারডুবি

‘মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে অর্ধশতাধিক কোরবানির গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে স্থানীয়দের সহযোগিতায় নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুততম সময়ে গরু ও ব্যবসায়ীদের উদ্ধার করতে সমর্থ হয়েছে।  সকাল ৯টার দিকে আরিচা-কাজীরহাট নৌ-পথে উপজেলার কানাইদিয়া চরের কাছে এ ঘটনা ঘটে।

পাটুরিয়া ঘাট নৌ-পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এস এম মনছুর রহমান সাংবাদিকদের জানান, আজ সকাল ৯টার দিকে নগরবাসী থেকে আরিচার গরুর হাটে আসার পথে শিবালয়ের কানাইদিয়া চরের কাছে যমুনায় কোরাবানির গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে থাকা পশু, ব্যাপারী ও মালিকদের উদ্ধার করা হয়েছে।

আরিচা স্থল ও নৌ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে আমরা ডুবরিসহ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি।

স্থানীয় ট্রলার মালিক রিপন হোসেন জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক আরিচা ঘাট থেকে ট্রলার নিয়ে ১৭ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসি। পরে তাদেরকে যার যার বাড়ি যেতে সাহায্য করি।,