মারিয়ানো দিয়াস করোনায় আক্রান্ত

`চ্যাম্পিয়ন হয়ে লা লিগা দারুণভাবে শেষ করেছে রিয়াল মাদ্রিদ। এবার জিদান-শিষ্যদের মিশন চ্যাম্পিয়নস লিগ। তবে এর আগেই বড় দুঃসংবাদ পেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে মারিয়ানোকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।

ইউরোপসেরা প্রতিযোগিতার জন্য গতকাল মঙ্গলবার অনুশীলন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনে ফিরেই মারিয়ানোর কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর দেয় ক্লাবটি।

তবে করোনা আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ আছেন মারিয়ানো। নিজ বাড়িতেই সেলফ আইসোলেশনে আছেন তিনি। সুস্থ হয়ে আবারও ফিরবেন রিয়াল শিবিরে। তবে ম্যানসিটির বিপক্ষে ম্যাচের আগে ফেরা নিশ্চিত নয়।

করোনাভাইরাসের কারণে ফুটবল স্থগিতের আগে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে সিটির বিপক্ষে নিজেদের মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল। ফিরতি পর্বে তারা ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে আগামী ৭ আগস্ট। ম্যাচটি হবে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আক্রান্তের খবর নিজেই জানান এই স্প্যানিশ ফুটবলার।

নিজের মাস্ক পরা একটি ছবি পোস্ট করে জাভি লিখেছেন, ‘টুর্নামেন্টে আমি দলের সঙ্গে থাকতে পারছি না। আমার জায়গায় টেকনিক্যাল স্টাফদের প্রধান হিসেবে থাকবেন ডেভিড প্রাটস। কিছুদিন আগে আল শাদের নিয়ম মেনে সর্বশেষ পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি।’