ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

বিশ্ব মহামারী করোনাভাইরাসে ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এখন সেদেশে। ১ লাখ ৬৫ হাজার মৃত্যু নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

সূত্র : বিবিসি

রোববার মৃতের সংখ্যাটি  লাখের ঘর অতিক্রম করেছে। যদিও এখনো ভাইরাসের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেশটিতে দেখা যাচ্ছে না, বলছে স্বাস্থ্যকর্মীরা।

দেশটিতে ৫০ হাজার লোক মারা যায় ৩ মাসে। কিন্তু পরবর্তী ৫০ হাজার পূর্ণ হতে সময় লেগেছে মাত্র ৫০ দিন।

ব্রাজিলে এখন পর্যন্ত ৩০ লাখ ১০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

মহামারীর ভয়াবহ থাবা এখনো আগের মতো থাকলেও দোকানপাট ও রেস্টুরেন্টগুলো পুনরায় চালু করে দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট জেইর বলসোনারো বলছেন, ভাইরাসটির প্রভাব কমে এসেছে। তাই তিনি অর্থনীতিকে আঘাত করতে পারে এমন ব্যবস্থার বিরোধিতা করেছেন।