হাসপাতাল থেকে ছাড়া পেলেন সঞ্জয় দত্ত

`সুস্থ হয়ে উঠেছেন সঞ্জয় দত্ত। সেই কারণে লীলাবতী হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা৷ তারপরই দুপুরে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন৷

৮ অগাস্ট বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে লীলাবতী হাসপাতালে ভরতি হয়েছিসেন সঞ্জয় দত্ত৷ তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছিল৷ সঞ্জয় দত্তের করোনা পরীক্ষাও করান চিকিৎসকরা৷ তবে রিপোর্ট নেগেটিভ আসে৷ পরে চিকিৎসকরা জানান, অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল৷ সেই কারণে তিনি বুকে ব্যাথা ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়৷

তবে সুস্থ হতে বেশিদিন সময় নেননি মুন্নাভাই৷ এদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সঞ্জয় দত্তকে একেবারে চাঙ্গা দেখায়৷ মুখে মাস্ক পরেছিলেন তিনি৷ সাংবাদিকদের উদ্দেশে হাতও নাড়েন৷ হাসিখুশি মেজাজে ধরা দেন বলিউডের ‘খলনায়ক৷’

খুব তাড়াতাড়ি সঞ্জয় দত্তকে বড় পর্দায় দেখা যাবে৷ করোনা আবহে বড় পর্দা বলতে এখন নেটফ্লিক্সই৷ সেখানে মুক্তি পাবে মহেশ ভাটের ‘সড়ক ২’৷ ২৮ অগাস্ট ডিজনি হটস্টারে মুক্তি পাবে ছবিটি৷ এছাড়া আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে৷ সেটি হল কেজিএফ-চ্যাপ্টার ২৷ সঞ্জয় দত্তের জন্মদিনের দিন ছবিটির টিজার লঞ্চ করে৷,