করোনা যুদ্ধ কবে শেষ হবে, কবিতায় মমতার জিজ্ঞাসা

‘করোনাভাইরাসের প্রকোপ শুরুর প্রথম থেকেই সরাসরি মাঠে থেকে লড়াই করে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তার ক্লান্তি আর হতাশা ফুটে উঠলো কবিতায়।

সূত্র : হিন্দুস্থান টাইমস।

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের বলি হয়েছেন ২২০৩ জন। আর আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। তৃণমূলের অন্দরেও করোনার ছোবল। তৃণমূল সাংসদ জটু লাহিড়ি করোনাকে হারিয়ে বাড়ি ফিরে এলেও, ফিরতে পারেননি আরেক বিধায়ক তমোনাশ ঘোষ। মন্ত্রী সুজিত বসু এখন সুস্থ। তবে হাসপাতালে ভর্তি হয়ে করোনার সঙ্গে লড়াই করছেন আরেক মন্ত্রী স্বপন দেবনাথ।

তার রাজ্যে কর্ম হারিয়ে অভাবে অনেকে। তাই বোধহয় সোমবার ফেসবুকে লেখা ‘‌ফ্যাকাশে’‌ কবিতায় (‌ইংরেজিতেও লিখছেন ‘‌Pale‌’‌ নামে)‌ মুখ্যমন্ত্রী লিখেছেন—

‘‌কবে এর সমাপ্তি?‌ / জানা নেই। / কবে আসবে জীবন রক্ষক?‌ বোঝা যাচ্ছে না। / অপেক্ষাই অপেক্ষার অপেক্ষায়।’‌